প্রজাতন্ত্র
- notcoolraihan
- 5 hours ago
- 2 min read
প্রজাতন্ত্র : একটি দিনের নাম নয়
২৬ জানুয়ারি—
শুধু একটা ছুটির দিন নয়,
এটা ইতিহাসের বুক চিরে উঠে আসা"
একটা শপথ।
যে শপথ বলেছিল—
ক্ষমতা সিংহাসনের নয়,
ক্ষমতা বন্দুকেরও নয়,
এই দেশ চলবে মানুষের ইচ্ছায়,
মানুষের ভোটে,
মানুষের সম্মতিতে।
মানচিত্রে অনেক দেশ আঁকা যায়,
কিন্তু প্রজাতন্ত্র তৈরি হয় তখনই
যখন নাগরিক শুধু দর্শক থাকে না
সে প্রশ্ন করে,
সে লেখে,
সে প্রতিবাদ করে।
২৬ জানুয়ারি সেই দিন—
যেদিন রক্ত ইতিহাসে বদলে গেছে,
অশ্রু হয়ে উঠেছে কালি,
আর সেই কাগজের নাম —
সংবিধান।
কলমে লেখা হলেও
তার প্রতিটি অক্ষরে ছিল
জালিয়ানওয়ালার ক্ষত,
চম্পারণের ক্ষুধা,
ডান্ডির ধুলো,
ফাঁসির মঞ্চে ঝুলে থাকা
অসমাপ্ত স্বপ্ন।
সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়—
তবু এর প্রতিটি অনুচ্ছেদ
মানুষ বাঁচানোর মন্ত্র।
এটা কোনো ফ্রেমে বাঁধা ছবি নয়
তবু এটা হাঁটে -
ফুটপাতে ঘুমোনো শিশুর পাশে,
আদিবাসীর জঙ্গলে,
নারীর নীরব ক্ষোভে,
সংখ্যালঘুর ভেজা চোখে।
২৬ জানুয়ারি তাই শুধু কুচকাওয়াজ নয়—
এটা প্রশ্ন করার অধিকার।
এটা বলার সাহস—
“রাষ্ট্র, তুমি আমার,
তাই তোমার ভুলের দায়ও আমার।”
বিশ্বের দিকে তাকালে দেখি—
যে দেশে সংবিধান ভাঙে,
সেখানে মানুষ আগেই ভেঙে পড়ে।
যে দেশে প্রজাতন্ত্র দুর্বল হয়,
সেখানে স্বৈরাচার শক্তিশালী হয়।
ইতিহাস সাক্ষী—
গণতন্ত্র একদিনে মরে না,
সে ধীরে ধীরে শ্বাস নিতে ভুলে যায়।
এই সংবিধান তাই
শুধু অতীতের দলিল নয়,
ভবিষ্যতের দায়িত্ব।
এটা ঘোষণা করে—
কেউ বড় নয় আইনের ঊর্ধ্বে,
কেউ ছোট নয় অধিকারের নিচে।
যে দিন এই সংবিধান কার্যকর হলো,
সেদিন প্রথমবার
একজন কৃষক,
একজন শ্রমিক,
একজন দলিত,
একজন সংখ্যালঘু,
একজন নারী—
একই কণ্ঠে বলল,
“আমরা সমান।”
এই সমতা নিখুঁত নয়,
এই প্রজাতন্ত্র প্রশ্নহীন নয়—
কিন্তু এখানেই তার শক্তি।
কারণ সংবিধান আমাদের শিখিয়েছে
মুখ বন্ধ করতে নয়,
মুখ খুলতে।
২৬ জানুয়ারি মনে করিয়ে দেয়—
দেশ মানে শুধু মাটি নয়,
দেশ মানে ন্যায়।
দেশ মানে শুধু পতাকা নয়,
দেশ মানে সম্মান।
যতদিন আমরা সংবিধানকে
শুধু বই নয়,
জীবন হিসেবে পড়ব—
ততদিন প্রজাতন্ত্র বেঁচে থাকবে।
আর যেদিন-
২৬ জানুয়ারি শুধু ছুটির দিনে পরিণত হবে,
সেদিন বুঝতে হবে—
প্রজাতন্ত্র বিপদে।
২৬ জানুয়ারি
একটি দিনের নাম নয়—
এটা প্রতিদিনের দায়িত্ব।
জয় হোক সংবিধানের।
কারন সেখানেই মানুষের শেষ আশ্রয়।
--Remo.


Comments